চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হয়ে গিয়েছে। প্রকাশিত হয়েছে আগামী বছরের উচ্চমাধ্যমিকের সূচি।
কবে শুরু হচ্ছে পরীক্ষা?
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
কখন শুরু হবে পরীক্ষা?
পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। তবে, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল পরীক্ষা নেওয়া হবে সকাল ১০ টা থেকে। পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।
আরও পড়ুন - উচ্চ-মাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, সেরা পূর্ব মেদিনীপুর
আগামী বছর একটি যুগের অবসান হতে চলেছে। কারণ ২০২৫ সালেই হবে শেষ বার্ষিক উচ্চমাধ্যমিক। কারণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র- ছাত্রীদের আর বার্ষিক নয়, সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।