অপেক্ষার অবসান হতে চলেছে খুব শিগগির। চলতি বছরেই পুজোর আগে -পরেই হাওড়া ময়দান (Howrah Maidan Metro) থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত মেট্রো (Metro Rail) পরিষেবা।
স্টেশনে ২০ থেকে ২৫ মিনিট অন্তর ছাড়া প্রতিটা মেট্রো থেকে প্রায় আড়াই হাজার যাত্রী নামবেন বলে মনে করছে হাওড়া জেলা প্রশাসন। বিপুল সংখ্যক মানুষের সমাগমে কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে কিংবা স্টেশন চত্বরে কোথায় পার্কিং থাকবে তা নিয়ে পরিকল্পনা ও সার্ভে শুরু করে দিল হাওড়া জেলা প্রশাসন। ইতিমধ্যে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
হাওড়া ময়দান চত্বরে ভিড় এড়াতে মঙ্গলাহাটকে সোম-মঙ্গলের পরিবর্তে শনি-রবিবার করা যায় কি না, সেই চিন্তা ভাবনাও করা হচ্ছে।