হোসিয়ারি কারখানায় (Howrah Factory) কর্মরত অবস্থায় যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম চন্দন নস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার (Howrah) সারেঙ্গা শিবতলা এলাকার বাসিন্দা তিনি। পরিবারের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
জানা গিয়েছে, হাওড়ার জলান কমপ্লেক্সে (Jalan Complex) তিন নম্বর গেটে একটি হোসিয়ারি কারখানায় কাজে যোগ দেন। রবিবার ভোর চারটে নাগাদ কারখানার সহকর্মীরা বাড়িতে খবর দেন কাজ করতে গিয়ে মৃত্যু হয় ওই কর্মীর। সহকর্মীরা বাড়িতে এসে জানান, কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই কর্মীর। পরিবারের লোক কারখানায় এসে দেখেন, কোনও চিকিৎসার ব্যবস্থা না করে একটি ভ্যানে দেহ ফেলে রেখেছিল। তা দেখে ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও কারখানার অন্য কর্মীরা। কোনও রকম ব্যবস্থা না নিলে বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
আরও পড়ুন: মানসিক চাপ দিয়ে সুতপার পরিবার তাকে পাগল করে দিয়েছিল, অভিযোগ সুশান্তর
লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।