ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যায় বাংলা অনেক নীচে। তার চেয়ে অনেক বেশি সংখ্যক জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে। ঘাটালের সাংসদের দেবের একটি চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পাঠানো জবাবে এই তথ্য জানা গিয়েছে।
১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড বাতিলের তথ্য জানতে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সেই চিঠির লিখিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার মাধ্যমেই জানা গিয়েছে, সারা দেশে যে ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে তাতে বাংলার সংখ্যা খুবই কম। এই তথ্য সামনে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছন, কুৎসা বন্ধ করা হোক।
দেব মূলত দুটি প্রশ্ন তুলেছিলেন। প্রথমত কোন রাজ্যে কত ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার ভুয়ো কার্ড বন্ধ করতে সরকার কি কোনও পদক্ষেপ করেছে? এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভুয়ো কার্ড বাতিল করা একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। ওই প্রক্রিয়ার কাজ চলছে।