রাজ্যের ২২ টির মধ্যে ১৯টি জেলাতেই শুরু হয়ে গিয়েছে ভোট। এক সেকশন কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে রেখে সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। এক ঝলকে দেখে নিন কোন জেলায় কত বুথে আজ নির্বাচন?
সবচেয়ে বেশি অশান্তির খবর মিলেছিল মুর্শিদাবাদ জেলা থেকে। তাই ওই জেলায় আজ সবচেয়ে বেশি বুথে আজ আবার ভোটগ্রহণ। এরপরেই রয়েছে মালদহের নাম।
মুর্শিদাবাদ- ১৭৫
মালদহ- ১০৯
নদিয়া- ৮৯
কোচবিহার- ৫৩
উত্তর ২৪ পরগনা- ৪৬
উত্তর দিনাজপুর- ৪২
দক্ষিণ ২৪ পরগনা- ৩৬
পূর্ব মেদিনীপুর- ৩১
ঝাড়গ্রাম, কালিম্পং এবং দার্জিলিংয়ে পুনর্নির্বাচন হচ্ছে না