আজ বঙ্গে দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে আজ নির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। তার আগে থেকেই বুথের বাইরে লম্বা লাইন, কারণ বেলা যত গড়াবে ততই রোদের তেজ বাড়বে। ২৫ থেকে ২৭ এপ্রিল বঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আগে থেকেই ছিল।
আজ উত্তর দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। এই সমস্ত জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ভোট কেন্দ্র রায়গঞ্জে শুক্রবার তাপমাত্রা থাকতে পারে ৪২.৩ ডিগ্রি, বালুরঘাটে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির ঘরে। তবে দার্জিলিং এর আবহাওয়া তুলনামূলক মনোরম। সকালে হালকা জ্যাকেট, চাদর গায়ে দিয়েই লাইনে দাঁড়িয়েছেন পাহাড়ের ভোটাররা।
Loksabha Election 2024 : শুরু দ্বিতীয় দফার ভোট, সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন
উল্লেখ্য, গত কয়েক বছরে এত গরম দেখেনি কলকাতা। এপ্রিলে গত কয়েকদিন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে চলছে তাপপ্রবাহ। আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস আছে কলকাতায়।