প্রতিবছর কৌশিকী অমাবস্যায় ধুমধাম করে কালীপুজো সারেন অনুব্রত মণ্ডল। কিন্তু এবার আর তা হয়নি। তাই চলতি বছরের কৌশিকী অমাবস্যার উৎসব তাঁকে টিভিতে চোখ রেখেই কাটাতে হল। চ্যানেল বদলে তারাপীঠের উৎসব পালন দেখলেন তিনি। মাঝে টিভিতে সিনেমাও দেখেছেন অনুব্রত। জেলের অন্য বন্দিদের সঙ্গে গল্প করেও কিছুটা সময় কাটিয়েছে তিনি।
কৌশিকী অমাবস্যার সময় প্রায় প্রতিবার তারাপীঠে আসেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত। দীর্ঘক্ষণ গর্ভগৃহে বিগ্রহের সামনে দাঁড়িয়ে পুজো দিতেন। অনেক সময় আবার অনুগামীরাই তারাপীঠে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মঙ্গল কামনায় কৌশিকী অমাবস্যায় যজ্ঞের আয়োজন করতেন। গভীর রাত পর্যন্ত তারাপীঠে থেকে সেই যজ্ঞ দেখতেন অনুব্রত। কিন্তু এবার পুজো হলেও সেই পুজোয় নেই বীরভূমের দোর্দন্ডপ্রতাপ এই তৃণমূল নেতা।
আরও পড়ুন- Mamata Banerjee: একই পঞ্চায়েতে ৩ বছরের বেশি পোস্টিং নয়, কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
গরু পাচার মামলায় অনুব্রতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত জেলের ‘আইসোলেশন’ কক্ষে রাখা হয়নি তাঁকে। সংশোধনাগার চত্বরে ন’টি শয্যার একটি হাসপাতাল কক্ষে রয়েছেন তিনি। সেখানে অনুব্রতের সঙ্গে আরও ছ’জন রয়েছেন।