পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ৮ জুলাই এক দফাতেই নির্বাচন হবে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim) জানান, কটি দফায় ভোট, তার উপর সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন নির্ভর করে না। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনেক কিছু করতে হয়। নির্বাচন কমিশন সেটা করবে, বলে আশা করি।
সম্প্রতি রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নিয়েই পঞ্চায়েত নির্বাচনের সূচি ঘোষণা করেন। আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন তিনি। সেলিমের মতে, " আশা করা যায়,কমিশনের আগে পাপগুলি প্রাক্তন মুখ্যসচিব মুছে ফেলার চেষ্টা করবেন।"
আরও পড়ুন: ৮ জুলাই এক দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের
রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করার বিষয়ে আগেই সরব হয়েছে কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, "নির্বাচন কমিশনার কীভাবে নির্বাচন পরিচালনা করবেন, সেটা তাঁদের বিষয়। কিন্তু মানুষ ভোটে দাঁড়াতে চাইবেন। সেই অধিকার নিশ্চিত করতে হবে। ভোট গণনা নিশ্চিত করতে হবে। নির্বাচনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কীভাবে করবেন, সেটাই নির্বাচন কমিশনের কাজ।"