দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ, নস্টালজিয়া৷ তাই বছর বছর সব বদলালেও কিছু বনেদি বাড়িতে পুজো চলে আসছে কয়েক দশক ধরে৷ আজ বলব হুগলির ঘোষাল বাড়ির গল্প। ইংরেজরা দেশ ছেড়ে গিয়েছেন কয়েক যুগ হয়ে গেলেও, আজও এই বাড়ির পুজোয় ইংরেজদের অনুদান আসে।
এই পুজো ৫৬৯ বছরের পুরনো। ১৪৫৪ সাল থেকে হুগলিতে শুরু হয় ঘোষালদের জমিদারি। জমিদার বাড়িতে আজও পুজোর সময় প্রথা মেনে বসে গানবাজনার আসর, যাত্রাপালা। পুজোয় ব্যবহার করা হয় না বাইরের দোকানের মিষ্টি। বাড়ির মহিলারা নিজের হাতেই দেবীর জন্য মিষ্টি বানান। দশমীতে দেবী খান ইলিশ ভোগ।
পরিবারের বর্তমান বংশধর প্রবীর ঘোষাল তিনি জানান, তাদের বাড়ির দুর্গা পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠেন পরিবারের ৮ থেকে ৮০ সকলে। ইংরেজদের শাসনকালে তাদের পুজোর জন্য বিলেত থেকে অনুদান আসতো তৎকালীন সময়ে ৭৫০ টাকা। এক সময় বিসর্জনে বাঘের আক্রমণের মুখে পড়তে হয়েছিল সদস্যদের। সেই থেকেই দশমীর সকালেই হয়ে যায় দেবীর বিসর্জন৷