RG কর কাণ্ডের প্রতিবাদে মিছিল হয়েছিল যাদবপুরে। অভিযোগ, সেখানে উঠেছিল কাশ্মীর নিয়ে আজাদি স্লোগান । এবার সেই স্লোগান নিয়ে নড়েচড়ে বসল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের নির্দেশে ওই স্লোগানের রিপোর্ট জমা পড়ল দিল্লিতে। সোমবারই ওই রিপোর্ট জমা পড়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কারা ওই স্লোগান দিয়েছিলেন, তাঁরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই স্লোগান দেওয়া হয়েছিল নাকি নিছকই বিক্ষিপ্তভাবে স্লোগান উঠেছিল সেই বিষয়েও তথ্য জানতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।
কী ঘটেছিল?
রবিবার রাতে RG করের ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের হয়েছিল। We Demand Justice ব্যানারে ওই মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠেছিল। ওই ঘটনার পর পাটুলি থানায় দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যে ১৫ থেকে ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিল্লিতে পাঠানো হয়েছে। ওই তালিকায় রয়েছেন যাদবপুরের কয়েকজন প্রাক্তনী। তাঁরা একাধিক সময় দেশ বিরোধী আন্দোলনে সরব হয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।