রবিবার মকর সংক্রান্তি (Makar Sankranti 2023)। যদিও শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকেই মকর সংক্রান্তির পূণ্যলগ্ন শুরু হচ্ছে । তাই স্নানের জন্য এবার ১৫ তারিখ মকর সংক্রান্তি পালন করা হবে । তবে, সংক্রান্তির আগেই পূণ্য স্নান শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে (Ganga Sagar) । ইতিমধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষে লাখ লাখ পূর্ণ্যার্থী ভিড় করেছে সাগরে ।
শনিবার ভোর থেকেই চলছে গঙ্গাসাগরে পূণ্যস্নান । কেউ মধ্য়প্রদেশ, কেউ বিহার... দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে এসেছেন পূণ্যার্থীরা । প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পুজো করছেন, সাগরে ডুব দিয়ে পূণ্য অর্জনে ব্য়স্ত তাঁরা । সেইসঙ্গে চলছে সেলফি তোলা । রবিবার, মকর সংক্রান্তির দিন ভিড় আরও বাড়বে । এদিকে, শনিবার কুয়াশার জেরে কাকদ্বীপের লট এইটে ভেসেল পরিষেবা ও নামখানা বেণুবনের লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে । যার জেরে সাগরের উদ্দেশে আসা তীর্থ যাত্রীরা সমস্যায় পড়েছেন । কুয়াশা না কাটলে লঞ্চ পরিষেবা চালু করা যাবে না বলে খবর ।
প্রশাসন সূত্রে খবর, মকর সংক্রান্তি উপলক্ষে সাগরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে । কড়া নিরাপত্তা রয়েছে সাগরজুড়ে । আলো থেকে শুরু করে পুণ্যস্নানের সব ব্যবস্থা করা হয়েছে । ঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হচ্ছে । প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে ।