কয়েক বছর আগেও ছবিটা অন্যরকম ছিল। বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানিতে এই সময় চলত সাজো সাজো রব। কারণ বিশ্বকর্মা পুজোই ছিল এখানকার ছিল সবথেকে বড় উৎসব। পুজোর চার-পাঁচ দিন আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি।
মোট ৩৭টি বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হত। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে চলত অলিখিত লড়াই। কে কত ভাল পুজো করতে পারে, প্রসাদ খাওয়ানোয় কে এগিয়ে, এই ব্যাপারে কার্যত প্রতিযোগিতার আসরে নামতেন উদ্যোক্তারা। আলোয় সেজে উঠত গোটা এলাকা।
কিন্ত ছয় কয়েক বছরে বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির চেনা ছবি বদলে গিয়েছে। এখন আর আগের মতো কিছুই নেই। কারণ ২০১৮ সালে ঝাঁপ বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের বদান্যতায় চলা এই কারখানার। তাই এখন বিশ্বকর্মা পুজা মানে আর এখানে উৎসব নয়। বরং বিশ্বকর্মা পুজো এখানে এখন মন খারাপের একটা দিন। আর পুরানো কিছু স্মৃতি।
এই কারখানার এক প্রাক্তন কর্মীরা বলেন, এই কারখানার পুজো দেখতে এলাকার মানুষের ঢল নামত। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্ত ২০১৮ সালে এই কারখানা হঠাৎই বন্ধ হয়ে যায়। তাই এখন বিশ্বকর্মা পুজো এলেই মন খারাপ হয়ে যায় গোটা এলাকার। এমনকি কারখানা যে আবার খুলবে, এমন আশাও আর বেশিরভাগ মানুষই দেখেন না।