ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব-
ভারতের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত স্বাধীন হওয়ার তিন বছর পর অর্থাৎ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। তারপর থেকে প্রতিবছর আজকের দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
অনেকেরই হয়তো ভারতের স্বাধীনতা সম্পর্কে একটি তথ্য অজানা। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি সর্বপ্রথম ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। শুধু তাই নয়, ১৯২৯ সালের ৩১ ডিসেম্বর পূর্ণ স্বরাজের অংশ হিসেবে জওহরলাল নেহেরু ইরাবতী নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং সেই ঘটনার পর থেকে প্রতিবছর ২৬ জানুয়ারি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজকের দিনে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল গুজরাতে। ২০০১ সালে ২৬ জানুয়ারি ভয়ঙ্কয় ভূমিকম্প হয়েছিল সেখানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। ওই ঘটনায় প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
আজকের দিনে আরও একটি বড় ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। ১৯৯৯ সালের আজকের দিনেই প্রথম নারীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের ঢাকায় ওই কনফারেন্স হয়েছিল।