বৃহস্পতিবারই ভারতে প্রবেশ করেছে ইলিশ। উত্তর ২৪ পরগনার পেট্রোপোল থেকে দুটি ট্রাকে ভারতে ঢোকে ইলিশ। এখনও পর্যন্ত প্রায় ৮-৯ টন ইলিশ ভারতে আসে। শুক্রবার থেকে স্থানীয় বাজারে পাওয়া যাবে রুপোলি শস্য। কত দাম হতে পারে বাংলাদেশের ইলিশের!
রফতানিকারক সংস্থা সূত্রে খবর, ভারতে ঢোকা প্রথম ট্রাকে ১৭২টি বাক্স ছিল। দ্বিতীয় লরিতে ১৩৭টি বাক্স ইলিশ আনা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ইলিশের ওজন গড়ে এক কেজি করে। এই কেজি ওজনের ইলিশের আনুমানিক দাম হতে পারে দুই হাজার টাকা। আগামী দিনে পেট্রাপোল দিয়ে আরও ৭-৮টি ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ওই আমদানীকারী সংস্থা।
শেখ হাসিনার আমল থেকেই ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ। গত কয়েকবছর ধরে দুর্গাপুজোর আগে সৌজন্যের ইলিশ রফতানি করে বাংলাদেশ। এবার দুর্গাপুজোর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৪৯টি রফতানিকারক সংস্থাকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এবার রাজনৈতিক অস্থিরতার জেরে পুজোয় ইলিশ আসবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার পুজোর আগে ভারতকে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়।
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে জানায়, হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে রফতানি করা হয় ইলিশ মাছ। শুক্রবারই স্থানীয় বাজারে চলে আসবে ইলিশ।