লোকসভা ভোটের আগে পাহাড় রাজনীতিতে ফের রং বদল। রবিবার কালিপঙে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন নেতা বিনয় তামাং। এদিন স্থানীয় টাউন হলে বিনয়ের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়েছে। ফলে আগামী লোকসভা ভোটে পাহাড়ে বিনয়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হল। বিনয়ের সঙ্গেই এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন হরকা বাহাদুর ছেত্রীও।
জিটিএ তৈরি হওয়ার পর বিনয়ই ছিলেন তার প্রথম চেয়ারম্যান। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে তৃণমূলেও যোগ দিয়েছিলেন। গত বিধানসভা ভোটে পাহাড়ে তৃণমূলের হয়ে প্রচারও করেছিলেন। সেই বিনয়কে দলে টেনে লোকসভার আগে চমক দেওয়ার চেষ্টা করল কংগ্রেস।
নতুন রাজনৈতির কেরিয়ার শুরু করে অবশ্য মুখ খোলেননি বিনয়। বরং পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, বিনয়ের পাশে থেকে আগামী দিনে পাহাড়ে কতজন কংগ্রেসের যোগ দেবেন, তা দেখার বিষয় হতে চলেছে। কারণ, সুবাস ঘিসিং থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজনৈতিক জীবনে সবার হাতই ধরা হয়ে গিয়েছিল বিনয়ের। বাকি ছিল অধীরের। সেটাও রবিবার ধরে ফেললেন।