প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয় জয়াকার। উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া শুভ্রাংশু সর্দার ছাড়াও মেধাতালিকার প্রথম দশে রামকৃষ্ণ মিশনের ৯ জন পরীক্ষার্থী রয়েছেন।
ধারাবাহিক সাফল্যের জন্য ছাত্রদের নিয়মানুবর্তিতাকেই কৃতিত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের মহারাজ স্বামী ইষ্টেশানন্দ। এবং সোশ্যাল মিডিয়া থেকে
উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম 10 জনের মধ্যে রয়েছে 87 জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে। স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে ৩১ মে, ২০২৩ থেকে।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ ৫২ হাজার, যা মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় প্রায় আড়াই লক্ষ বেশি।