আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) , সকাল ৯,৪৫ মিনিট থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা, ৭ লক্ষ ৯০ হাজার, রাজ্যের প্রায় ২,৩৪১টি পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে পরীক্ষা গ্রহণের কাজ।
টুকলি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে, মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এছাড়াও থাকছে সিসিটিভি। ফোন এবং টুকলি ধরা পড়লেই পরীক্ষা বাতিল করার নির্দেশিকাও রয়েছে।
Weather Update: রাতে বৃষ্টি, কিন্তু ঠান্ডার নামমাত্র নেই, বসন্ত জাগ্রত দ্বারে
এদিকে কেন্দ্রের বাইরে অভিভাবকদের দেখা মিলল ফুরফুরে মেজাজে, সন্তানদের ঢুকিয়ে দিয়ে বাইরে কার্যত পিকনিকের মেজাজে তাঁরা। পরীক্ষাকেন্দ্রের বাইরে, ছাউনি দিয়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে তাঁদের জন্য। রয়েছে যথেষ্ট পুলিশও।