আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) । পরীক্ষায় বসছে প্রায় সাড়ে আট লক্ষ পরীক্ষার্থী । যা মাধ্যমিকের থেকে প্রায় আড়াই লাখ বেশি । এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক (H.S Exam from today) শিক্ষা সংসদ । মোবাইলের ব্যবহার রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা তো থাকছেই । যদি, মেটাল ডিটেক্টরের নজর এড়িয়ে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়েন, তাহলে তাদের ধরার জন্য থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর । যে পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া যাবে, তার রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে ।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন সকাল ১০ টা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক । শেষ হবে ১টা ১৫ মিনিটে । খাতা জমা দেওয়ার ক্ষেত্রেও নিয়মে কড়াকড়ি । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, তিন ঘণ্টার পরীক্ষায় ১২টা ৪৫ মিনিটের আগে খাতা জমা দেওয়া যাবে না । প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর । উল্লেখ্য, এবার ২০৬টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে ।
অন্যদিকে, শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবার পরীক্ষার্থীদের উত্তর লিখতে হবে আরও সংক্ষেপে । সহজ করে বললে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেসব উত্তর দু'এক কথায় লিখতে হত, তা এখন অতি সংক্ষেপে লিখলেও চলবে । উদাহরণস্বরূপ SAQ বিভাগে শূন্যস্থান পূরণ করতে দিলে কেবল উত্তর টুকু লিখলেই হবে, এক্ষেত্রে কোনও বাক্য লেখার প্রয়োজন নেই । পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ । জুনেই ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে ।