ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে রাজ্যের দুটি সিদ্ধান্তেই অন্তর্বতীকালীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী ১০ ফেব্রুয়ারি দুই পক্ষের বক্তব্য শুনবে উচ্চ আদালত। বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ, আপাতত পুরসভার চেয়ারম্যান হিসেবে কাজ সামালাবেন নিহত কংগ্রেসের নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু।
কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায় পুরসভার চেয়ারম্যান হওয়ার পর তার কাউন্সিলার পদ খারিজ করে দেয় প্রশাসন। কংগ্রেস তাই নিয়েই আদালতে আবেদন করে। শুক্রবার কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী এই নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এই নিয়ে বিচারপতি রাজ্যকে ভর্ৎসনা করেন।
আরও পড়ুন: তৃণমূল সাংসদ মালা রায়কে DA নিয়ে প্রশ্ন, ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান শিক্ষককে শো-কজ
এদিন সরকারের আইনজীবী আদালতকে জানান, সবাই পৌর প্রতিনধি। পৌর আইন অনুযায়ী, যে কোনও প্রতিনিধিকে মনোনীত করতে পারে প্রশাসন। এই শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, যারা হেরে গিয়েছেন, তাদের মধ্যে কেন চেয়ারম্যান মনোনয়ন করা হচ্ছে। কেন এত তাড়া প্রশাসনের।