ক্যানসারে আক্রান্ত (Cancer Patient) অধস্তন শিক্ষিকার ১২ দিনের বেতন কেটে নিয়েছিল স্কুল। শাস্তিস্বরূপ প্রধান শিক্ষকের পদই কেড়ে নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার হাইকোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে ওই স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে সরিয়ে দিতে হবে। তাঁকে চাকরিতে রাখা হবে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে আদালত।
ক্যানসার আক্রান্ত ওই শিক্ষিকার নাম সুনীতা শর্মা। হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার মহাত্মা গান্ধী বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষিকা তিনি। তাঁর বেতন কেটে নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন সুনীতা। আদালতে ওই শিক্ষিকার দাবি, চিকিৎসার জন্য ছুটি নেওয়ার পরও তাঁকে ছুটি দেয়নি স্কুল। উলটে ১২ দিনের বেতন হিসেবে ৮,৮৫০ টাকা কেটে নেওয়া হয়।
আরও পড়ুন: পাবজি, প্রেম, শরীর, এবার মুক্তি চান কৃষ্ণ, কলকাতা হাইকোর্টে ওড়িশার যুবক
কিছুদিন আগে ব্লাড ক্যানসারে আক্রান্ত ওই শিক্ষিকা কেমোথেরাপির জন্য ভেলোর যান। তাঁর অভিযোগ, স্কুলের তরফ থেকে তাঁর বাড়িতে লোক পাঠানো হয়েছিল। খবর নেওয়া হয়েছিল। আদালতে ওই শিক্ষিকা জানিয়েছেন, স্কুলে তাঁর এই ধরনের সমস্যা এই প্রথম নয়। আগে থেকেই বিরূপ মনোভাব ছিল তাঁর প্রতি। স্কুলের প্রধান শিক্ষকের নাম অজয় কুমার যাদব। ২০১৯ সাল থেকে ওই শিক্ষিকার বেতনবৃদ্ধি হয়নি বলে অভিযোগ।
শিক্ষিকার আইনজীবী রণজিৎ চট্টোপাধ্যায় জানান, বিচারপতি ওই শিক্ষিকাকে ৪৮৫ দিনের অসুস্থতার ছুটির প্রাপ্য বেতনও দেওয়ার নির্দেশ দিয়েছে।