ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা ঘিরে একাধিক অভিযোগ আনা হয়েছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে। শুক্রবার সেই মামলার শুনানিতে গেরুয়া নেতাদের রক্ষাকবচ দিল হাইকোর্ট (Kolkata Highcourt)। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করতে পারবে না, নির্দেশ আদালতের।
গত শনিবার ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে সভা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘটনাচক্রে, ওই একই দিন ডায়মন্ড হারবারে সভার আয়োজন করেন শুভেন্দুও। বিজেপির অভিযোগ ছিল, সভার আগের দিন রাতে সভাস্থলে ভাঙচুর চালান তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। অগ্নিমিত্রা পাল, দীপক হালদার এবং প্রদ্যোৎ বৈদ্যর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় তৃণমূলের তরফে।
এর প্রেক্ষিতেই শুভেন্দু দাবি করেন, বিজেপির অভিযোগে পুলিশ কোনও পদক্ষেপ না করলেও তৃণমূলের করা অভিযোগে করছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেও সরব হন শুভেন্দু।