জঙ্গলমহলে (Jangal Mahal) হাই অ্য়ালার্ট (High Alert) জারি করা হল। আগামী ১৫ দিন থেকে একমাসের মধ্যে মাওবাদী হামলার (Maoist Attack) আশঙ্কা হতে পারে, এই সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে জঙ্গলমহলের সব পুলিশকর্মীর (Police Workers) ছুটি।
প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী রাজ্যকে সতর্ক করা হয়েছে। আগামী ১৫ দিন বা একমাসের মধ্যে বড় হামলা চালাতে পারে মাওবাদীরা। মাওবাদীদের টার্গেট বিভিন্ন থানা বা পুলিশ ক্যাম্প (Police Camp)। জঙ্গলমহল পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় সম্প্রতি বেশকিছু মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছে। ফের মাওবাদীদের গতিবিধিও (Maoist Activity) লক্ষ্য করা গিয়েছে। মাওবাদীরা যেসব ল্যান্ডমাইন ব্যবহার করে, তাও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মোহনবাগানে বারপুজো, কোথাও প্রভাতফেরি, রাজ্যজুড়ে নববর্ষ...
গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধ ডেকেছিল মাওবাদীরা। সেই বনধে ভাল সাড়াও পড়েছিল। তারপরই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী রাজ্যকে জানিয়েছে, আগামী ১৫ দিন থেকে একমাসের মধ্যে জঙ্গলমহলে মাওবাদী হামলা চালাতে পারে সিপিআই মাওবাদী গোষ্ঠী। এরপরই পুলিশকর্মীদের হাই অ্যালার্ট দেওয়া হয়।