বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় । ৯ মের মধ্যেই গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হতে পারে । আগেভাগেই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে তৎপর রাজ্য । কিন্তু, ঘূর্ণিঝড়ের নাম নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে । কারণ কেউ বলছেন, মোচা, কেউ আবার মোকা । সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আসল উচ্চারণ কী ? কোন দেশ এবার নাম দিল সাইক্লোনের, জেনে নেওয়া যাক...
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম 'মোকা'। নাম দিয়েছে ইয়েমন । জানা গিয়েছে, 'মোকা' এসেছে ইয়েমেনে ব্যবহৃত 'মোক্কা' থেকে । ইয়েমেনে 'মোকা' নামের একটি সমুদ্রবন্দর রয়েছে । সেই অনুযায়ী নাম রাখা হয়েছে বলে খবর ।
আগামী সপ্তাহেই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা'। আলিপুর সূত্রে খবর, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে । ৭ মে ওই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর । ৯ মে ওই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে । তবে এখনও ঘূর্ণিঝড় 'মোকা'-এর ল্যান্ডফল সংক্রান্ত কোনও তথ্য জানাতে পারেনি হাওয়া অফিস।
আয়লা, আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। এই নিয়ে মঙ্গলবারই নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই 'মোকা' নিয়ে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা হয়।