কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা অবস্থাতেই বিধানসভায় গেলেন ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মের্চার নেতা হেমন্ত সরেন। আস্থাভোটে অংশ নেওয়ার পাশাপাশি বক্তৃতাও করলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।
জমি দুর্নীতির মামলায় হেমন্তকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত শুক্রবার আদালত তাঁকে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। শনিবার হেমন্ত আবেদন করেন, তাঁকে শনিবার রাজ্য বিধানসভার আস্থাভেটে অংশ নিতে দেওয়া হোক। আদালতে সেই আবেদন মঞ্জুর করে।
Grammy Award 2024: ইতিহাসে 'শক্তি'! গ্র্যামি পুরস্কারে সম্মানিত জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের ব্যান্ড
সোমবার ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশনে প্রথম বক্তৃতা করেন রাজ্যপাল
সিপি রাধাকৃষ্ণণ। তারপর বলেন নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন। তৃতীয় বক্তা হিসাবে বলতে উঠে বিজেপিকে আক্রমণের পাশাপাশি হেমন্ত অভিযোগ করেন, তাঁর গ্রেফতারির পিছনে হাত আছে রাজভবনের।