উষ্ণতম এপ্রিল মাস। বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালে এপ্রিলে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি।
গত কয়েক বছরে এত গরম দেখেনি কলকাতা। এপ্রিলে গত কয়েকদিন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে চলছে তাপপ্রবাহ। গরমের এই লম্বা 'স্পেল' কলকাতায় বিরল। রাজ্যের বিভিন্ন জেলাতেও গরমের গত তীব্রতা ও স্থায়িত্ব কয়েকবছরে দেখা যায়নি সেভাবে। আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস আছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস।
গত শুক্রবার দুপুরে শহরের তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সেই রেকর্ড ভাঙল কলকাতা। সকালেও কোনও স্বস্তি ছিল না। আগামী কয়েকদিন গরমের তীব্রতা আরও বাড়বে বলে মনে করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে সরকারি স্কুল বন্ধ। তাই কিছুটা রেহাই পড়ুয়াদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টির দেখাও মিলবে না রাজ্যবাসীর।