তাপে পুড়বে বাংলা। বুধবার দুপুরে নতুন করে পূর্বাভাসে একথা জানিয়েদিল আলিপুর আবহাওয়া দফতর। যেখানে স্পষ্ট, দক্ষিণবঙ্গের সাত জেলায় এই তাপের প্রভাব পড়তে চলেছে। যা বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহ শুরু হতে পারে শুক্রবার থেকে। প্রতিটি জেলায় এই তাপ চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
বুধবার সকাল থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রোদের তাপ ছিল ভয়ঙ্কর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছ, এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কোনও আশা নেই। আলিপুরের এই পূর্বাভাসের আগেই অবশ্য এদিন দীর্ঘ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে।
ওই নির্দেশিকায় জানান হয়েছে, বাইরের কাজ দুপুরে মধ্যেই শেষ করতে হবে। ব্যবহার করতে হবে ছাতা। বিশেষ করে সুতির জামাকাপড় পরে রাস্তায় যেতে হবে। চোদ চশমা, ব্যাগে জল রাখতেই হবে। বেশি করে নুন-চিনির জল খেতেও পরামর্শ দিয়েছে নবান্ন।