আপাতত স্থিতিশীল হলেও সঙ্কট মুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) । চিকিৎসকরা জানাচ্ছেন, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি । তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন । আজ সিটি স্ক্যান হতে পারে তাঁর । এদিন কিছু ব্লাড রিপোর্টও আসার কথা রয়েছে । চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, সিটি স্ক্যান ও ব্লাড রিপোর্ট দেখেই তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন (Buddhadeb Bhattacharjee Health) ।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুর জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকাচ্ছেন। মাথা নাড়ছেন । বারবার ইনসুলিন দেওয়ায় সুগার কিছুটা কমানো গিয়েছে । মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের কথায়, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, সিটি স্ক্যান ও ব্লাড রিপোর্ট ভাল এলে ধীরে ধীরে ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে সেখান থেকে বের করে আনা হবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।
আরও পড়ুন, Trian Shootout : জয়পুর-মুম্বই এক্সপ্রেসে এলোপাথাড়ি গুলি, নিহত চার, গ্রেফতার অভিযুক্ত
শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয় । সেদিন থেকেই হাসপাতালে যাতায়াত করছেন বাম নেতৃত্ব । হাসপাতালে দেখা গিয়েছে বিমান বসু, রবীন দেব থেকে সূর্যকান্ত মিশ্রদের । বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভেন্দু-নওশাদরাও ।
রবিবার বুদ্ধবাবুকে দেখতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাসাপাতালে হাজির হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি।
জানা গিয়েছে ফোনে খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কী বলেছেন, তা যদিও জানা যায়নি।