তিনি রাজনীতির শিকার। নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশের প্রতিক্রিয়ায় নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। তিনি জানিয়েছেন, তাঁর অপরাধ তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিধায়ক। অভিযোগ করেছেন, দলের মধ্যেই এমন কয়েকজন আছেন, যাঁরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন। চাকরি দেওয়ার নাম করে ১৬ কোটি টাকা তোলার অভিযোগ বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে।
নদিয়ার তেহট্টের এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগের চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই চিঠিতেও ১৬ কোটি টাকার প্রতারণার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি জেলার মহিলা মোর্চার সভানেত্রীও বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বেকারদের থেকে মোটা টাকা তুলেছেন তাপস সাহা।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাপস। তাঁর বিরুদ্ধে ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগকে হাস্যকর বলেই দাবি করা হয়েছে। তাঁর দাবি, ক্ষমতায় এলে সম্পদ বারে। কিন্তু তাঁর কমেছে। এলাকা মানুষ জানেন, তাঁদের ৭০ বিঘা জমি ছিল। তা এখন ১০ বিঘায় নেমে এসেছে।