সেলফি নিতে গিয়ে মৃত খোদ পুলিশকর্মী। রবিবার রাতে এই ঘটনার সাক্ষ্মী থাকল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় ছিটকে পড়েন পুলিশকর্মী লক্ষ্মীকান্ত রঞ্জন। এমনকি, ধাক্কা মারার পর ওই পুলিশকর্মীকে টেনে ছেঁচড়ে বেশ কিছুটা রাস্তা নিয়ে যায় ঘাতক বাইক। সোমবার সকালে হাসপাতালে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার নোয়াখালির বাসিন্দা ওই পুলিশকর্মীর। দুই বাইক আরোহীকে গ্রেফতার করেছে হাড়োয়া থানা।
জানা গিয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ হাড়োয়া এলাকার বিভিন্ন জায়গায় টহলের দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। কাজের ফাঁকে রাস্তার ধারে সহকর্মীদের নিয়ে সেলফি তুলতে যান তিনি। ঠিক সেই সময়ই দুরন্ত গতিতে ছুটে আসা ওই বাইক ধাক্কা মারে লক্ষ্মীকান্ত রঞ্জনকে। মাথায়, হাতে গুরুতর চোট পান ওই পুলিশকর্মী। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন- Presidency University: শৌচাগারে লুকিয়ে ছাত্রীর ভিডিও করার অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে