ছ মাসের এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের তরফে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে শুক্রবারই পদ থেকে সরতে হচ্ছে না তাঁকে।
বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবার ৩০ জুন। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রীর দফতরে এক্সটেনশন চেয়ে চিঠি পাঠায় রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের পাঠানো ফাইলে সই করে নবান্নকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শুধু বর্তমান মুখ্যসচিব নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে দেখা গেছে মুখ্যসচিবদের এক্সটেনশন দেওয়া হয়েছে। কয়েকজন তা গ্রহণ করলেও অনেকে আবার এক্সটেনশনের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি। হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন না হলে শুক্রবারই চেয়ার ছাড়তে হত তাঁকে। পরিবর্তে তাঁর জায়গায় অন্য মুখ্যসচিব নিয়োগ করত নবান্ন।
২০২১ সাল পর্যন্ত রাজ্যর মুখ্যসচিবের পদে ছিলেন আলাপন বন্দ্য়োপাধ্যায়। তাঁর চাকরি মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে বসেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। ১৯৮৮ সালের ক্যাডারের আই এ এস তিনি।