হাতে মাত্র সাত দিন । এর মধ্যেই সব অভিযোগ নিষ্পত্তি করে যুক্তিগ্রাহ্য রিপোর্ট জমা দিতে হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে । বৃহস্পতিবার চিঠি দিয়ে সমস্ত দপ্তরকে জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । নবান্নে গ্রিভান্স সেল, বিভিন্ন কর্মসূচিতে যে পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়েছে, তা নিষ্পত্তি করে আগেই সেই সংক্রান্ত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিয়েছিল সব দপ্তর । কিন্তু, নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্ট সেভাবে মনঃপূত হয়নি মুখ্যসচিবের । তাই বেশ কিছু দপ্তরের রিপোর্ট ফেরত পাঠান । এবার সেইসব রিপোর্ট জমা দেওয়ার জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী ।
চিঠি দিয়ে মুখ্যসচিব মনে করিয়ে দিয়েছেন, প্রতিটি অভিযোগ ভাল করে খুঁটিয়ে দেখতে হবে । অভিযোগকারীর সঙ্গে কথা বলে, কিংবা অকুস্থল পরিদর্শন করে রিপোর্ট পাঠাতে হবে । যদি কোনও ব্যক্তির কোনও প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা থাকে, অথচ আবেদন না করে থাকেন তবে তাঁর আবেদনপত্র জমা করার ব্যবস্থা করতে হবে। রিপোর্ট যেন দায়সারা না হয়, সেই বিষয়ে বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি ।
অভিযোগকারীর সঙ্গে কথা বলে, কিংবা অকুস্থল পরিদর্শন করে রিপোর্ট পাঠাতে হবে । মুখ্যসচিবের চিঠির পরই, স্বভাবতই সব দপ্তরেই তুমুল তৎপরতা শুরু হয়েছে । যে অভিযোগকারীর নাগাল পাওয়া যায়নি, তাঁদের বাড়িতে না অফিসার পাঠানোর কাজ শুরু হয়েছে বলে খবর ।