কেষ্টপুরের এক সরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। অভিযোগ উঠেছে ওই স্কুলের সিকিউরিটি স্টাফের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়। অভিযুক্ত সিকিউরিটিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ক্লাস চলাকালীন কিছু কাগজপত্র কম পড়ায় পঞ্চম শ্রেণির এই পড়ুয়াকে সে সব আনতে পাঠান শিক্ষিকা। সেই সময় বাথরুমের সামনেই দাঁড়িয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। ছাত্রীকে দেখতে পেয়ে তিনি ডাকেন। কিন্তু ছাত্রী কোনও সাড়া না দিতে তাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ উঠেছে। চিৎকার করলে মুখ চেপে ধরা হয়।
আরও পড়ুন - তিনি দুঃখিত এবং লজ্জিত, দুই বিচারপতির সংঘাতে মুখ খুললেন প্রধান বিচারপতি
এরপর ছাত্রীকে এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয়। ওই পড়ুয়া ভয় পেয়ে তার বান্ধবীকে জানায় গোটা বিষয়টি। বান্ধবী তার দিদিকে জানালে কথা পরিবারের কানে পৌঁছোয় এবং অভিযোগ দায়ের করা হয় বাগুইয়াটি থানায়।