স্ত্রীর সামনেই স্বামীর উপর হামলা। ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় শ্রীফুল মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু। নদিয়ার হাঁসখালির বেনালি বাজারের এই ঘটনায় কমবেশি জখম শ্রীফুলের স্ত্রী মীনতি মণ্ডলও। এই ঘটনায় অভিযুক্ত এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীফুল এবং প্রশান্ত দু জনেই নির্মাণের কাজের সঙ্গে যুক্ত। সেই রোষ থেকে কী শ্রীফুলকে খুন করা হয়েছে ? এখনও এই প্রশ্নের উত্তর অধরা। তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ। প্রতিবেশীদের দাবি, ঘটনার সময় শ্রীফুল বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যা বেলায় এই হামলা হয়।
প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ শ্রীফুল। তাঁকে রেখেই একটি অনুষ্ঠানে যোগ দিতে বাপের বাড়ি গিয়েছিলেন মীনতি। সোমবার বিকেলে বাড়ি ফিরেছিলেন। তাঁদের দু জনের আবার বেরনোর কথা ছিল। এই বেরনোর সময়ই শ্রীফুলের উপর হামলা করে প্রশান্ত বিশ্বাস। মীনতির সামনেই ধারালো অস্ত্রের কোপ বসানো হয়।
মীনতির চিৎকারে প্রতিবেশীরা এলেও, পালিয়ে যায় প্রশান্ত। এই ঘটনার পর মীনতি জানিয়েছেন, তাঁর স্বামীর কোনও শক্র ছিল না। কারণ তিনি কোনও রাজনীতি করতেন। তাহলে কেন এমন হল, তা নিয়ে ধন্দ্বে পুলিশ।