প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হামাস ও ইজরায়েলের যুদ্ধ চলছে। এতদিন ধরে যুদ্ধের পর গাজার ক্ষমতা আর হামাসের হাতে নেই। এমনই দাবি করলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
এবিষয়ে তিনি জানিয়েছেন, ইজরায়েলের তরফে জোড়ালো হামলা চালানোর পর হামাসরা গাজার দক্ষিণ অংশ দিয়ে পালিয়েছে। পরিবর্তে হামাসদের বেস ক্যাম্পগুলি দখলে নিয়েছে গাজার সাধারণ বাসিন্দারা। যদিও তাঁর দাবির সপক্ষে কোনও প্রমাণ দেননি ইয়োভ গ্যালান্ট।
৭ অক্টোবর থেকে ইজরায়েলের উপর হামলা চালায় হামাসরা। এখনও পর্যন্ত ১১ হাজার প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। এবং ১৪০০ জন ইজরায়েলের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।