যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার মুর্শিদাবাদে। বড়ঞার বিছুর গ্রামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে গ্রামের পুকুর থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুন নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতী বয়স ১৮-২০-এর মধ্যে। দেহ উদ্ধারের সময় তাঁর বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। গলা থেকে মাথা আলাদা ছিল। সেই মাথা এখনও খুঁজে পাওয়া যায়নি। ওই যুবতীর পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে।