নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে এবার উঠে আসছে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের (Haimanti Ganguly) নাম । দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের মুখেই শোনা যায় হৈমন্তীর নাম । খবর সামনে আসার পর থেকেই এই রহস্যময়ীকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে । জানা গিয়েছে, তাঁর নামে বিশাল সম্পত্তি রয়েছে । কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হলেন হৈমন্তী । যাঁকে নিয়ে এত চর্চা, সেই রহস্যময়ী কোথায় ? শুক্রবার হৈমন্তীর (Haimanty Ganguky Mother) মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, মেয়ে কোথায় তিনি জানেন না । এককালে মেয়ে ছিল, এখন মরে গিয়েছে তাঁর কাছে । তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক নেই । যদিও,প্রতিবেশীরা দাবি করেছেন, দশ-বারো দিন আগেও মেয়ে বাবার বাড়িতে এসেছিলেন । এদিন, হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তীর বাবার বাড়িতে পৌঁছে গিয়েছিল সংবাদমাধ্যম ।
টালিগঞ্জ ছাড়াও হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় পৈতৃক বাড়ি রয়েছে হৈমন্তীর । এদিন, সেখানেই পৌঁছে গিয়েছিল সংবাদমাধ্যম । বর্তমানে ওই ঠিকানাতেই থাকে হৈমন্তীর বাবা,মা ও ছোট বোন । এদিন, হৈমন্তী মা তাঁর মেয়ে ও জামাই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে চাননি । গোপাল দলপতির সঙ্গেই কি বিয়ে হয়েছিল হৈমন্তীর ? এমন প্রশ্ন এড়িয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে । স্পষ্ট করে কিছু বলেননি । শুধু তাঁর কথায়, নিজের পছন্দ মতো বিয়ে করেছিল হৈমন্তী । তাঁরা আপত্তি জানাননি । তাঁর দাবি, মেয়ের নাকি ডিভোর্সও হয়ে গিয়েছে । এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞেস করা বলে তাঁর দাবি, তিনি নার্ভের রোগী, তাই সব ভুলে গিয়েছেন ।
আরও পড়ুন, Delhi News: মিসড কলের সূত্র ধরে রহস্যের সমাধান, কিশোরীকে অপহরণ করে খুনের অভিযোগে ধৃত অপরাধী
প্রতিবেশীরা কী বলছেন ? প্রতিবেশীদের দাবি, বেশ ধূমধাম করে হাওড়াতেই গোপাল দলপতির সঙ্গে বিয়ে হয়েছিল হৈমন্তীর । তাঁদের বিয়েও খেয়ে এসেছেন তাঁরা । প্রতিবেশীরা জানাচ্ছেন, মাঝে মাঝেই এখানে আসতেন হৈমন্তী । দশ-বারো দিন আগেও এখানে এসেছিলেন । তবে পাড়ার মেয়েটা যে এভাবে নিয়োগ কেলেঙ্কারিকে জড়িয়ে যাবে, তা বুঝে উঠতে পারছেন না পাড়া প্রতিবেশীরা ।
বাড়ির বাইরে নাকি বেশ কয়েক বছর আগেও বড় গাড়ি দাঁড়িয়ে থাকত । সেসব কথা স্বীকার করেছেন হৈমন্তীর মা । তবে ইদানিং দেখা যায় না । প্রতিবেশীরাও একই কথা বলছেন ।