'আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও'। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই স্লোগান তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূলত মুড়ির উপর কেন্দ্রের জিএসটি বসানোর বিরুদ্ধেই ছিল তাঁর প্রতিবাদ। নেত্রীর দেখানো পথেই এবার রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা।
রবিবার মুড়ির উপর জিএসটি বসানোর অভিনব প্রতিবাদ দেখানো হল দুর্গাপুরে। স্থানীয় স্টিল টাউনশিপে এই প্রতিবাদ দেখাতে রাস্তায় নামেন তৃণমূলের মহিলা সমর্থকরা। তাঁদের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা পল্লব নাগ।
গলায় কেন্দ্রের বিরুদ্ধে পোস্টার। সঙ্গে শালপাতায় ঠোঙায় মুড়ির সঙ্গে একটি করে চপ পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতা পল্লব নাগের অভিযোগ, কেন্দ্রের অমানবিক এই নীতির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ। মোদী সরকার মুড়ির উপর জিএসটি বসিয়ে মানুষের ওপর অত্যাচার করছে।