বাংলার জেলাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হতে চলেছে উত্তর পূর্ব ভারতের। কারণ খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত দীর্ঘ ২৩১ কিলোমিটার হাইস্পিড করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরজন্য ১০ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ওই রাস্তা তৈরি হতে চলেছে। ২০২৮ সালের মধ্যে ওই রাস্তা তৈরি হবে। NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্বাবধানে তৈরি হবে ওই ইকোনোমিক করিডর।
কী কী সুবিধা হবে?
নতুন এই ইকোনোমিক করিডর তৈরি হওয়ার ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যেমন যোগাযোগ আরও মসৃন হবে তেমনই আর্থিক উন্নতিও হবে। পণ্য সামগ্রীর আমদানি রপ্তানি থেকে শুরু করে পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াত আরও সুবিধা হবে। মোট ৬টি জেলার উপর দিয়ে যাবে নতুন এই রাস্তা।
শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে মোট ৭টি এই ধরনের করিডর তৈরি করা হবে। তার মধ্যে রয়েছে গুজরাত, নাসিকে যথাক্রমে ১০ হাজার ৫৩৪ কোটি টাকা এবং ৭ হাজার ৮২৭ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও গুয়াহাটি, কানপুর, রায়পুরেও তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।