North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চলছে দুর্নীতি ও মাফিয়ারাজ! নবান্নে চিঠি রাজভবনের

Updated : Sep 17, 2024 11:49
|
Editorji News Desk

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শুক্রবার রাজভবনের তরফে ওই চিঠি পাঠানো হয়েছে নবান্নে। এমনকি, ওই চিঠির একটি প্রতিলিপি পাঠানো বয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে। 

কী রয়েছে ওই চিঠিতে? 
রাজ্যপালের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। পাশাপাশি মাফিয়ারাজ এবং থ্রেট কালচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। ওই বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে। 

এবিষয়ে রাজু বিস্তা রাজ্যপালের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূল নেতারা যেভাবে মাফিয়ারাজ চাললাচ্ছেন তা জানা রয়েছে। সেই বিষয়েই রাজ্যপালকে অবহিত করেছিলেন তিনি। 

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনার পর একাধিক বিষয় প্রকাশ্যে আসে। মাফিয়া রাজ, থ্রেট কালচার, উত্তরবঙ্গ লবি সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন চিকিৎসকদের একাংশ। 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কয়েকদিন আগে বিক্ষোভে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের অভিযোগ, নম্বর বাড়িয়ে দেওয়া, হস্টেল পাওয়া সহ বিভিন্ন কাজে উত্তরবঙ্গ লবির যোগ রয়েছে উত্তরবঙ্গ লবির। তাঁদের আরও অভিযোগ ছিল পুরো কাজের সঙ্গে জড়িত ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাংশ। তাঁরাই থ্রেট কালচার সহ বিভিন্ন অনৈতিক কাজ করতেন। আর তারপরেই নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল। 

এদিকে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। সেখানে বেশ কিছু ক্ষেত্রে সদর্থক আলোচনা হয়েছে বলে দাবি দুপক্ষের। তবে এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে নবান্ন কোনও বড় সিদ্ধান্ত নেয় কিনা সেটাই এখন দেখার।    

Governor CV Anand Bose

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর