রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ চলছেই। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে রাজভবনের তরফে জানানো হয়েছিল, যে ১৪ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে দায়িত্ব সামলাবেন স্বয়ং রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। তাতে বিতর্ক আরও চরম মাত্রা পায়।
সেই বিতর্ক দূর করতে রবিবার নিজেই মুখ খুললেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, আচার্য কখনই উপাচার্য হিসেবে কাজ করেনি বা আগামী দিনেও করতে পারবেন না। তবে কিছু ক্ষেত্রে সার্টিফিকেট পেতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। যার জেরে চাকরি সহ একাধিক কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যা দূর করতে সাময়িক ভাবে আচার্যই উপাচার্যের কাজ সামলাবেন।
অন্যদিকে শনিবার আরও একটি নির্দেশিকা জারি করেছে রাজভবন। সেখানে বলা হয়েছে, আচার্যের পর বিশ্ববিদ্যালয়ের সার্বভৌম কর্তা হলেন উপাচার্য। তাঁর অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা উপাচার্যের নির্দেশ মেনে চলতে বাধ্য। এমনকী সরকার কোনও নির্দেশ দিলে সেই নির্দেশ মেনে চলতে বাধ্য নন কর্মীরা। এরপরেই ফের নতুন করে বিতর্ক তৈরি হয়।
এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এটা রাজ্যপালের তৈরি করা কোনও সিদ্ধান্ত নয়। সংবিধান, ইউজিসি আইন এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে।