ব্যারাকপুর (Barrackpore) গান্ধীঘাটে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) । সেখানে প্রার্থনা সভায় যোগ দেন তিনি । রাজ্যপাল ছাড়াও গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, মন্ত্রী পার্থ ভৌমিক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী-সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ।
সেখানে প্রথমে রামধনু সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা । এরপর মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ও মুখ্য সচিব সহ বিশিষ্টজনেরা ।
সম্প্রতি, দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপাল জানান, বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এবং রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই দক্ষিণেশ্বর মন্দির। তার আগে দিল্লি গিয়েছিলেন তিনি । সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।