উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখান থেকেই 'গ্রাউন্ড জিরো' রাজ্যপাল হওয়ার কাজ শুরু করে দিলেন সিভি আনন্দ বোস । গাড়ি করে যেতে যেতেই ফোনে মারধরের অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিলেন রাজ্যপাল । সোজা ফোন করলেন নির্বাচন কমিশনে । দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি । ইতিমধ্যেই রাজ্যভবনের তরফে রাজ্যপালের সেই অ্যাকশনের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে । যাকে কেন্দ্র করে বর্তমানে জোর চর্চা চলছে নানা মহলে।
পঞ্চায়েতে অশান্তি নিয়ে রাজ্যপালকে এবার সরাসরি ফোন করা যাবে । রাজ্যপাল নিজে সেই অভিযোগ শুনবেন । ঠিক যেমনভাবে এদিন কোচবিহার যাওয়ার পথে অভিযোগ শুনলেন আক্রান্তের । ভিডিওতে দেখা যাচ্ছে, রাজভবনের অফিসার অন স্পেশ্যাল ডিউটি সন্দীপ সিংয়ের কাছে একটি ফোন আসে। কোনও এক জনৈক ব্যক্তি ফোনে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনায়। এরপরই রাজ্যপাল নিজে ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন । তাঁর অভিযোগ শোনেন । এরপরই সন্দীপবাবুকে নির্দেশ দেন রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করতে। ফোন যায় নির্বাচন কমিশনে। রাজ্যপাল দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন ।