কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য সোমবার বিকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। চিঠি লিখে সে কথা অভিষেককে জানালেন রাজ্যপাল বোস। অভিষেকও সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
বঞ্চিতদের টাকা আদায়ে কয়েকদিন ধরেই রাজভবনের সামনে ধরনা কর্মসূচি গ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় তাঁর। সেখানেই নিজেদের দাবিদাওয়ার বিষয়ে জানান অভিষেক।
Read More- গাজায় একটা বোমা পড়লেই... ইজরায়েলের বন্দী নাগরিকদের খুনের হুমকি হামাসের
বৈঠক শেষে সন্ধে ৬টা ৪৫ এর বিমানে দিল্লি যান রাজ্যপাল। এরপর মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর রাজ্যপালের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে সেবিষয়ে জানানো হয়। ওই চিঠিতে রাজ্যপাল লেখেন, ৯ অক্টোবরের বৈঠকে যে স্মারকলিপি জমা পড়েছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেই চিঠি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।