১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনায় বঞ্চিতদের সঙ্গে দেখা করতে রবিবারেই কলকাতা ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বঞ্চিতদের সঙ্গে দেখা করার পরেই কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। কালিম্পং থেকে ফেরার আগে একথাই জানালেন তিনি।
রবিবার সকালে হড়পা বানে বিপর্যস্ত তিস্তা বাজার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে দার্জিলিং ফিরে মধ্যাহ্নভোজ সেরে কলকাতা ফেরার কথা। তবে কলকাতা ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনও জানা যায়নি।
এদিকে রাজ্যপালের কলকাতা ফিরে আসা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতা ফিরে এসেও রাজ্যপাল সময় না দিলে বুঝতে হবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে সেটা করা হয়েছে।
Read More- হালিশহর ও কাঁচড়াপাড়ায় ২ প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে CBI তল্লাশি
রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজভবনের সামনে ধর্না শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে শনিবারে উত্তরবঙ্গে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের তিন প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার। বৈঠক শেষে সাংসদ কল্যাণ মজুমদার জানান, কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।