শেষ মুহূর্তে বাতিল হল রাজ্যপাল CV আনন্দ বোসের আনন্দ বোসের আমেরিকা সফর। রাজভবনের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতি এবং ডেঙ্গি পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বিদেশ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। রাজভবন সূত্রে জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সভায় যোগ দিতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক কারণ দেখিয়ে ওই সফর বাতিল করা হল।
রাজভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি রাজ্যপাল বিদেশ সফর করলে রাজ্যের কোষাগারে ধাক্কা লাগবে। তাই সফর বাতিল করেছেন রাজ্যপাল।
Read More- ডেঙ্গি মোকাবিলায় নয়া রূপরেখা তৈরি নবান্নর, ছুটি বাতিল কর্মীদের, জমা জল বের করবে পুলিশ
উল্লেখ্য, রাজ্যপালের সফর নিয়ে রাজভবনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। এদিকে যে আর্থিক কারণ দেখিয়ে সফর বাতিল করা হয়েছে তাতে রাজ্যের সঙ্গে রাজভবনের সম্পর্ক আরও খারাপ হতে পারে। এমনটাই মনে করছেন অনেকে।