আইনি জট কাটিয়ে ৫৫৭৮ জনকে নিয়োগ করা হবে। বৈঠকে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে দাবি করলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় ২ ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক হয়। ওই বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কুণাল ঘোষের মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে ওই বৈঠক হয়। ২২ ডিসেম্বর ফের একদফা বৈঠক হবে বলেও জানা গিয়েছে।
যদিও আন্দোলনকারীরা জানিয়েছে আন্দোলন চলবে। তবে সরকারের তরফে একাধিক সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। তাঁদের দাবি, কয়েকদিন আগে পর্যন্ত বিভিন্ন দফতরের মধ্যে যোগাযোগের সমস্যা হচ্ছিল। কিন্তু সেই সমস্যাও মিটেছে বলে দাবি তাঁদের।
বৈঠক শেষে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে।