সরকারি হাসপাতালগুলিতে রাতের বেলার চিকিৎসা পরিষেবা নিয়ে এবার কড়া রাজ্য । প্রায়ই অভিযোগ ওঠে, হাসপাতালগুলিতে রাতের বেলায় স্টাফ তুলনামূলক কম থাকে । যথাযথ পরিষেবা পাওয়া যায় না । দিন কয়েক আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন মদন মিত্র । যা নিয়ে বেশ জলঘোলাও হয়। এসবেরই মাঝে এবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন । নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে এবার থেকে রাতে কোন কোন চিকিৎসক ডিউটি রয়েছেন, তার তালিকা পাঠাতে হবে নবান্নে। তালিকায় থাকবে তাঁদের নাম, পদাধিকার ও মোবাইল নম্বরও । মদনের অভিযোগের পরই টসক
সম্প্রতি, মেডিক্যাল কলেজগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব । একাধিক বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয় । রাতের পরিষেবা নিয়ে হাসাপাতালগুলিকে তীব্র ভর্ৎসনাও করেন । এক চিকিৎসক জানিয়েছেন এমার্জেন্সি, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থো ও শিশু প্রভৃতি বিভাগের নাইটের চিকিৎসকদের তালিকা চাওয়া হয়েছে। এছাড়া, যেসব মেডিক্যাল কলেজে ট্রমা সেন্টার আছে, অর্থাৎ, আরজিকর এবং এসএসকেএম হাসপাতাল সেখানকার রাতের চিকিৎসকদের নাম, ফোন নম্বরও চাওয়া হয়েছে ।