সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে সেই সময় উত্তরবঙ্গে ভোট প্রচারে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজনৈতিক মহলের ধারণা, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ উত্তাপ চড়তেই পারে।
নির্বাচনী প্রচারে সোমবার কোচবিহারে থাকবেন তৃণমূল নেত্রী। অন্যদিকে রাজ্যপালও দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফিরিয়ে দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। যেখানে রাজ্য- রাজ্যপাল দ্বন্দ্ব প্রকট । এই পরিস্থিতিতে একই সময়ে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যের উত্তরবঙ্গ সফর নিয়ে বেশ জলঘোলা হতে পারে বলে মত রাজনীতির কারবারিদের।