সোনাঝুরির হাটে ব্যবসা করা নিয়ে দু'পক্ষের হাতাহাতিতে ব্যাপক চাঞ্চল্য শান্তিনিকেতনে। দু'পক্ষের অভিযোগ, অন্যপক্ষের লোকজন জোর করে হাটে বসতে চাইছে। তাতে বাধা দেওয়ায় সমস্যার সূত্রপাত। বেশ কিছুক্ষণ ঝামেলা চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সোনাঝুরির হাটে ব্যবসায়ী তন্ময় মিত্রের দলবল হঠাৎই ব্যবসা করার জন্য বসে পড়ে। এই নিয়েই আরেক ব্যবসায়ী ইনসান মল্লিকের অনুগামীদের সঙ্গে ঝামেলা বাধে। ইনসান মল্লিকের অভিযোগ, এরা সকলেই বহিরাগত। হাটের নিয়মানুযায়ী বাইরের কাউকে হাটে বসতে দেওয়া হয় না। তা সত্ত্বেও জোর করে তারা হাটে বসতে চাইছে । যদিও অন্য ব্যবসায়ী তন্ময় মিত্রের দাবি, এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁদের হাটে বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়েই প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় বলেই অভিযোগ।
এই ঘটনা চলতে চলতেই অন্যান্য ব্যবসায়ীরা থানায় খবর দেয়। খবর পেয়েই হাটে যায় বিশাল পুলিশ বাহিনী। বিবাদমান দু'পক্ষকে নিরস্ত্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।