রবিবার গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ দুষ্কৃতীকে(Goons) গ্রেফতার করল কাশিপুর(Kashipur) থানার পুলিশ। হাড়োয়া(Haroa) থানা এলাকার রাধানগর ব্রিজ থেকে দুষ্কৃতীদের ধরা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন, নগদ টাকাসহ একটি ধারালো অস্ত্র পাওয়া গেছে। তাদের বাইকগুলিকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই চারজন দুষ্কৃতীই হাড়োয়া(Haroa) এলাকার বাসিন্দা।
রবিবার কাশিপুর(Kashipur) এলাকার কারবালা(Karbala) মাঠে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রচুর দর্শক সমাগম হয়। ম্যাচ উপলক্ষে সেখানে এসেছিলেন শাসক দলের বেশ কিছু হেভিওয়েট নেতাও। ওই নেতাদের ওপর হামলার ছক কষা হয়ে থাকতে পারে বলেও আন্দাজ পুলিশের।
আরও পড়ুন- UP Election 2022: ১২০ ঘণ্টার অভিযান, উদ্ধার ২৫০ কোটি টাকা, গ্রেফতার অখিলেশ ঘনিষ্ঠ ব্যবসায়ী
সোমবার ধৃতদের বারুইপুর(Baruipur) মহকুমা আদালতে তোলা হয়। তবে ঠিক কী কারণে ওই দুষ্কৃতীরা(Goons) এলাকায় জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাশিপুর থানা।